বিন্দু মানচিত্রের ধারণা (concept of dot map)
ভৌগোলিক উপাদান (রাশিতথ্য) বন্টনের (distribution) প্রকৃতি বিক্ষিপ্ত (random) বা এলোমেলো হলে বিন্দু মানচিত্রের মাধ্যমে প্রকাশ বা প্রদর্শন করা হয়। কিন্তু ভৌগোলিক উপাদানের (রাশিতথ্য) বন্টন প্রকৃতি সমান (squal) হলে কোরোপ্লেথ মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। বিন্দু বা ডট্ হল একটি প্রতীক চিহ্ন। বিন্দু বা ডট-এর সাহায্যে বিশেষ সংখ্যার পরিমাপ দেখানো হয়। বন্টন মানচিত্র তৈরিতে বিন্দু বা ডট মানচিত্র বিশেষ উপযোগী। এই প্রতীক চিহ্নের সাহায্যে কোনো নির্দিষ্ট বস্তুর অবস্থান (যেমন- গ্রাম, মৌজা, শহর, নগর, মন্দির, মসজিদ, বন্দর, স্টেশন ইত্যাদি) দেখানো হয়। তেমনি গ্রামীণ জনসংখ্যা, কৃষিজমি, কৃষি উৎপাদন ইত্যাদি প্রকৃতির বন্টনগত অবস্থান এই ধরনের মানচিত্র প্রস্তুত করা হয়। এটি একটি মাত্রাহীন মাপচিত্র বা কার্টোগ্রাম যার শুধু অবস্থান আছে।
Dot diagram = ডটের মান দ্বারা ডটের সংখ্যার মাধ্যমে গঠিত মাপচিত্রকে ডট ডায়াগ্রাম (dot diagram) বলে।
Dot map = ডট চিহ্নের সাহায্যে গঠিত বন্টন মানচিত্রকে ডট ম্যাপ (dot map) বলে।