মাপচিত্রের ধারণা (concept of cartograms)
- পরিসংখ্যান চিত্রে রূপায়ণকে মাপচিত্র বা কার্টোগ্রাম (cartogram) বলে। কার্টোগ্রামও কার্নেগ্রাফির (cartography) অংশ, কাটোগ্রাফি হল মানচিত্র অঙ্কনের বিজ্ঞান ও কলা। ভূগোলবিদরা মানচিত্রে বিভিন্ন ভৌগোলিক পরিসংখ্যান দেখিয়ে থাকেন। পরিসংখ্যান ও তার বিষয়বস্তুর ভিত্তিতে মানচিত্রকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। যেমন, ভূ-প্রাকৃতিক মানচিত্র, জলবায়ু সংক্রান্ত মানচিত্র, বিভিন্ন বস্তু বা প্রব্যের বন্টন দেখাতে বন্টন মানচিত্র ও নক্সা ইত্যাদি। অর্থাৎ বিভিন্ন তথ্যকে চিত্রের আকারে বা চিত্র, ছবি, চিহ্ন প্রভৃতির দ্বারা ভূগোলে বিভিন্ন চিত্র, মানচিত্র অঙ্কন করা হয়। এই ধরনের চিত্রসহ মানচিত্র, চিহ্নযুক্ত মানচিত্র, স্তন্দ্বচিত্র প্রভৃতিকে কাটোগ্রামস বলে। ভূগোলের বিভিন্ন প্রাকৃতিক ও অর্থনৈতিক, জনসংখ্যা, সামাজিক প্রকৃতির তথ্যসমূহকে বিস্তৃতিসহ বোঝানোর জন্য কাটোগ্রামস ব্যবহৃত হয়। যন্ত্রগণকের (computer) ব্যবহার কাটোগ্রাম প্রস্তুত করার পদ্ধতিকে যেমন উন্নতি করছে তেমনি নানা ধরনের হারাপার, | চিহ্ন, বর্ণ প্রভৃতির ব্যবহারের দ্বারা কাটোগ্রাম প্রস্তুত করার পদ্ধতিতে ব্যাপক উন্নতি হয়েছে। যে ব্যক্তি মাপচিত্র এবং মানচিত্র প্রস্তুত করেন তাঁকে মানচিত্র অঙ্কনবিদ (carto grapher) বলে। আর চিত্রে প্রকাশিত পরিসংখানকে বলে কাটোগ্রাফ (cartographs)।